ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রফতানিতে ইপিজেড ক্যাটাগরিতে সব ট্রফি প্যাসিফিক জিন্সের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

২০১৫-১৬ অর্থবছরে জাতীয় রফতানিতে অবদানের জন্য স্বর্ণপদক লাভ করেছে চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স গ্রুপ। টানা সপ্তমবারের মতো স্বর্ণপদক লাভ করল প্রতিষ্ঠানটি। ইপিজেড ক্যাটাগরিতে স্বর্ণপদকের পাশাপাশি রৌপ্য ও ব্রোঞ্জপদকও পেয়েছে দেশের এই শীর্ষস্থানীয় গ্রুপ।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদকগুলো নেন গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন এবং পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

প্যাসিফিক জিন্স গ্রুপের প্রতিষ্ঠান ইউনিভার্সাল জিন্স স্বর্ণপদক, প্যাসিফিক জিন্স লিমিটেড রৌপ্য এবং জিন্স-২০০০ লিমিটেড ব্রোঞ্জপদক অর্জন করেন।

গ্রুপের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর জানিয়েছেন, ১৯৯৮-৯৯ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত প্যাসিফিক জিন্স গ্রুপ মোট ১৯টি জাতীয় রফতানি ট্রফি অর্জন করেছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি