ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

রমজানে বন্ধ আল আকসা মসজিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ১৭ এপ্রিল ২০২০

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারির কারণে রমজান মাসেও বন্ধ থাকবে জেরুজালেমের আল আকসা মসজিদ। করোনা ভাইরাস রুখতে আগে থেকেই মসজিদে প্রবেশ সীমিত রাখা হয়েছে। সেটি রমজান মাসের জন্যও বলবৎ হলো।

মসজিদের দায়িত্বে থাকা জর্ডান নিয়োগকৃত কাউন্সিল জেরুজালেম ইসলামিক ওয়াকফ এক বিবৃতিতে একথা জানিয়েছে। এসময় তারা এমন ঘটনাকে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেছে। খবর আল জাজিরার।

কাউন্সিল বলেছে, ‘বৈধ ফতোয়া ও চিকিৎসা পরামর্শের ভিত্তিতে’ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান বন্ধের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিজেদের সুরক্ষার কারণে রমজান মাসে মুসলমানদের ঘরে নামাজ পড়া উচিত। মুসলিমদের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সব সময়ের মতো পাঁচ ওয়াক্ত নামাজের আজান চালু থাকবে।

ফিলিস্তিনে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৭৪ জনের এবং মৃত্যবরণ করেছেন দুই জন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি