ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

রাখাইনে রোহিঙ্গা নিপীড়ন জাতিগত নিধন: তুর্কি প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২০ ডিসেম্বর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর সেনাবাহিনীর নিপীড়নকে জাতিগত নিধন বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। আজ বুধবার কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ইলদিরিম বলেন, রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে বসবাসের জন্য আন্তর্জাতিক সব মহলের একযোগে কাজ করা জরুরি।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বুধবার বেলা ১১ টার পরে বিমানে কক্সবাজার পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি যান উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। পরে তিনি সেখানে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন এবং দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। সেখানে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তিনি। এরপর কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন।
এসময় তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন কর্মকর্তারা।
উল্লেখ্য তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দু’দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার রাতে ঢাকায় আসেন। আজ তিনি বাংলাদেশ ছাড়বেন।
/এআর /



 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি