ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

রাঙামাটতিে অগ্নকিান্ডে আগুন লগেে পুড়ে গছেে ৪ দোকানসহ ৮ বসত ঘর

প্রকাশিত : ১৮:৩৬, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ৩০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

রাঙামাটি শহররে রজর্িাভ বাজারে আগুন লগেে পুড়ে গছেে ৪টি দোকানসহ ৮টি বসত ঘর। প্রত্যক্ষর্দশীরা জানয়িছেনে, বলো ১১টার দকিে রজর্িাভ বাজাররে শুটকপিট্টি এলাকায় একটি ঘররে চুলা থকেে আগুনরে সূত্রপাত। রান্না করার সময় হঠাৎ করে চুলা থকেে আগুন ঘররে বড়োয় লগেে দ্রুত তা চারদকিে ছড়য়িে পড়।ে মুর্হূতইে মজুদ করা শুকনো হলুদ ও সয়াবনি তলেরে ৪টি দোকানসহ অন্তত আটটি বসত ঘর পুড়ে যায়। খবর পয়েে ফায়ার র্সাভসিরে র্কমীরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টার চষ্টোয় আগুন নয়িন্ত্রণে আন।ে
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি