ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

রাঙামাটিতে চলছে বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ

প্রকাশিত : ০৯:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শনিবার সকাল থেকেই ভোট দিতে বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়ান ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। র‌্যাব, বিজিবি ছাড়াও মাঠে রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। নতুন নির্বাচন কমিশন গঠনের পর এটিই প্রথম কোনো নির্বাচন। এ’ কারণে খুবই তৎপর রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের জাফর আলী খান, বিএনপির ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজিজুর রহমান আজিজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। বাঘাইছড়ি পৌরসভায় মোট ভোটার ১০ হাজার একশ’ ৭৭ জন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি