রাঙামাটিতে ডাক্তারের অবহেলায় প্রসুতির মৃত্যুর অভিযোগ
প্রকাশিত : ১৮:২৭, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২৭, ২৫ অক্টোবর ২০১৬
রাঙামাটির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাক্তারের অবহেলায় নিরুপা তচংগ্যা নামের এক প্রসুতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহতের স্বজনরা জানান, বিলাইছড়ির অজিত তচংগ্যার অন্তসত্বা স্ত্রী নিরুপা তংচংগ্যাকে সোমবার বিকেলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকরা ওই রোগীকে অপরেশন করে বাচ্চা প্রসব করার পরামর্শ দিলে আজ সকালে তার অপারেশন করা হয়। বাচ্চা সুস্থ হলেও এসময় মারা যান নিরুপা। মৃতের স্বজনদের দাবি করে ডাক্তারদের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। এদিকে অভিযোগের প্রেক্ষিতে ডা. লেলিন তালুকদার বলেন, জটিল অপারেশনের সময় এধরনের ঘটনা অস্বাভাবিক নয়।
আরও পড়ুন