ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে নৌকাডুবির ঘটনায় আরেক কলেজছাত্রের মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ৩ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

রাঙামাটির নানিয়ারচরের চেঙ্গী নদীতে নৌকাডুবির ঘটনায় আরেক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে কালের দিকে কাপ্তাই হ্রদের মহাজন পাড়া এলাকায় তার মরদেহ ভেসে উঠেছে।

পুলিশ জানায়, কচুরিপানার নিচ থেকে শনখোলাপাড়ার বাসিন্দা খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী জিতেশ দেওয়ানের মরদেহ খুঁজে পান স্থানীয়রা। 

এর আগে বৃহস্পতিবার একই ঘটনায় নিখোঁজ ডেনিজেন চাকমার মরদেহ উদ্ধার হয়। 

গত মঙ্গলবার রাতে প্রবল বাতাসে নৌকাডুবির এ ঘটনায় দুই শিক্ষার্থী নিখোঁজ হন। 

জানা যায় মঙ্গলবার রাতে নানিয়ারচর উপজেলার জগনাথ মন্দির এলাকায় দুর্গাপূজা দেখা শেষে বাড়ি ফেরার পথে মহাজনপাড়া এলাকায় তীব্র ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে গিয়ে দুজন নিখোঁজ হন। তবে নৌকায় থাকা আরো চারজন সাঁতারে তীরে উঠতে পারলেও তারা দুজন নিখোঁজ হন। 

সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুগম চাকমা সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবি ঘটনায় নিখোঁজ কলেজছাত্র দীপেশ দেওয়ানের মরদেহ কাপ্তাই হ্রদের মহাজনপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল ৮টার দিকে ভেসে উঠে। অপর নিখোঁজ কলেজছাত্র ডেনিজেন চাকমার মরদেহ বৃহস্পতিবার দুপুরের দিকে কাপ্তাই হ্রদের নোয়াপাড়া এলাকায় ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করেন। 

দুজনই সাবেক্ষং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তারা দুজনই কলেজ পড়ুয়াছাত্র।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম বলেন, জিতেশ দেওয়ানের লাশ উদ্ধারের বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশকে অবহিত করেছেন। লাশটি নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি