ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাঙামাটিতে ৩শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

প্রকাশিত : ১৮:১৩, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৩, ৩১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বিভিন্ন রাজনৈতিক দল থেকে তিন শতাধিক নেতাকর্মী রাঙামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগে যোগদান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। যোগদানকারীদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমা ও সুরেশ চাকমাও রয়েছেন। এর আগে অতিথিরা জুরাছড়ি হেড কোয়ার্টার এড়াইছড়ি ঘাট সড়কে সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি