ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাঙামাটির দুর্গম সাজেকে প্রশাসন ও সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ৪ মে ২০১৭ | আপডেট: ১৩:০৯, ৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

খাদ্য সংকটে থাকা রাঙামাটির দুর্গম সাজেক ইউনিয়নের গ্রামগুলোতে প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। গত মৌসুমে জুমের ফলন কম হওয়া ও বনজ উৎস থেকে আগের মতো রসদ না পাওয়ায় প্রায় ৫০টি গ্রামে তীব্র খাদ্য সংকট দেখা দেয়। তবে প্রশাসনের হস্তক্ষেপে পাহাড়ী বাসিন্দাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
সাজেকের দুর্গম গ্রামগুলোর সাথে যোগাযোগের একমাত্র উপায় হাঁটা পথ। এখানকার বাসিন্দাদের জীবিকার প্রধান অবলম্বন জুম চাষ।
জুম রোপনের এই সময়টাতে এমনিতেই অভাবে থাকেন তারা। কিন্তু গেলো বছর কম হয়েছে উৎপাদন। জীবিকার বনজ উৎসও আগের মতো অবারিত নয়। ফলে বেটলিং, লংকর, নিউ লংকর, থলছড়া, জপ্প্যিতাং, উদোলছড়িসহ প্রায় ৫০টি গ্রামের ২ হাজারের বেশি বাসিন্দা পড়েন চরম খাদ্য সংকটে।
তবে প্রশাসনের পক্ষ থেকে গেল সোমবার ৫শ’ পরিবারকে ১০ কেজি করে ৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকেও ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বুধবার বিকেল থেকে প্রত্যন্ত এলাকায় বিজিবির সহযোগিতায় চাল বিতরণ করা হয়।
শুধু অভাবের সময় ত্রাণ বিতরণ না করে দুর্গম এলাকার এইসব বাসিন্দাদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বিবেচনায় স্থায়ী সমাধান প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি