ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রাজধানী পরিছন্ন রাখতে সামাজিক সংগঠন 'ঢাকা ক্লিন'

প্রকাশিত : ১২:৪৭, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১২:৪৭, ১৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানী পরিছন্ন রাখতে সরকারি উদ্যোগের পাশপাশি এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ঢাকা ক্লিন। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত স্বেচ্ছাশ্রমে ময়লা-আবর্জনা পরিস্কার করে নগরবাসীর দৃষ্টি কেড়েছেন সংগঠনের কর্মীরা। পেশাজীবী ও শিক্ষার্থীরাই মূলত এই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছেন। ঈদের পর রাজধানীর বাইরেও পরিছন্নতার অভিযান শুরুর পরিকল্পনা তাদের। মধ্যরাতে গভীর ঘুমে যখন নগরী, ঠিক তখনই একদল তরুন নামে রাস্তায়। সিটি কর্পোরেশনের পরিছন্নতা কর্মীর দায়িত্বটি নিজেদের করে নিচ্ছেন তারা । ফেইস বুক ভিত্তিক সংগঠন ঢাকা ক্লিনের সদস্যদের সবাই পেশাজীবী ও শিক্ষার্থী। তাই পরিছন্নতার জন্য তারা বেছে নেয় ছুটি দিনের আগের রাতটিকে । গেল ৩রা জুন প্রথম তারা কাজ শুরু করে শাহবাগ থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত আবর্জনা পরিছন্নতার মধ্যদিয়ে। পরে সার্ক ফোয়ারা থেকে ফার্মগেট এবং সবশেষ বৃহস্পতিবার ফার্মগেট থেকে বিজয় স্মরণী  পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালায় ঢাকা ক্লিনের কর্মীরা। সংগঠনটির সদস্যরা জানালেন, নগরীর প্রতি দায়বদ্ধতা থেকেই তাদের  এই উদ্যোগ । নিজেদের কোন কার্যালয় নেই ঢাকা ক্লিনের, তাই রাস্তায় কাজ করার সময়েই ঠিক করে নেন পরবর্তী অভিযান কোথায় হবে । আর প্রতিটি অভিযানে সাধারন মানুষও যুক্ত হচ্ছেন বলে জানালেন সংগঠনটির আহবায়ক । আগামী সপ্তাহে বিজয়স¥রনী থেকে সংসদভবন এবং ২১ শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে চলবে এই অভিযান, যেখানে প্রথবারের মতন অংশ নেবে মেয়েরাও। এছাড়া ২৯ শে জুলাই থেকে ময়মনসিংহে শুরু হবে তাদের কার্যক্রম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি