ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

রাজধানীতে পানি নেই বেশ কিছু এলাকায়, ওয়াসার পানিবাহী গাড়িই এখন শেষ ভরসা

প্রকাশিত : ১৪:০০, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:০০, ১২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

গ্রীষ্মের দাবদাহে পানি থাকলেও বৃষ্টির দিনে সংকটে রাজধানীর সেনপাড়া পর্বতা, পল্লবী, বড়বাগসহ আশপাশের মানুষ। ওয়াসার পানিবাহী গাড়িই এখন শেষ ভরসা তাদের। গেল কয়েক মাস ধরে এমন দুঃসহ অবস্থার মুখোমুখি এলাকাবাসী।<ংঃৎড়হম> ঢাকা ওয়াসা মিরপুরের জোনাল অফিসের ব্যস্ততা তুঙ্গে। পানি নেই বেশ কিছু এলাকায়। দিনে-রাতে অসংখ্যবার ওয়াসার গাড়ির আনাগোনা। পশ্চিম সেনপাড়া, বড়বাগ, পূর্ব মনিপুর, সিসিডিবি চার্চ আর সাততারা মসজিদ রোডের অবস্থা আরও বেহাল। সেখানে গাড়ির দেখা মেলে দিনে একবার। এলাকাবাসীর শেষ ভরসা তাই বাজারের কেনা পানি। অনেক বাড়িতেই রান্না হয় দিনে একবার। পানিশূণ্য বাসাবাড়িতে বাড়ছে দুর্গন্ধের প্রকোপ। এ অবস্থায় জীবন-যাপনের রুটিন বদলেছে অনেকেরই। ওয়াসা বলছে, সহসাই কেটে যাবে সমস্যা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি