ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

রাজধানীতে বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ১২ জুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ৮ জুন ২০১৭ | আপডেট: ১৯:৪২, ৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে ঢাকা থেকে বিভিন্ন জেলার বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ১২ জুন। ট্রেন ও বাসে এ’দিন দেয়া হবে ২১ জুনের টিকিট। রেলভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, ঈদে এবারও চলবে ৭ জোড়া বিশেষ ট্রেন। এভাবে পাঁচদিন সকাল নয়টা থেকে কাউন্টারগুলোতে টিকিট বিক্রি করবে সংশ্লিষ্ট কতৃপক্ষ। সেইসাথে আগামী ১৯ জুন থেকে বিক্রি হবে রেলের ফিরতি টিকিট। রাসেল খানের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট।

পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপনে প্রতিবছরই রাজধানী ছাড়ে অসংখ্য মানুষ।
একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছাড়ায় নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে হাতে আসে সোনার হরিণ নামক ট্রেন বা বাসের টিকিট।

এবার ১২ জুন থেকে রেলের আগাম টিকিট বিক্রি করবে কর্তৃপক্ষ। ১২ জুন দেয়া হবে ২১ জুনের টিকিট, ১৬ জুন মিলবে ২৫ জুনের টিকিট। একইভাবে ঢাকায় ফিরতি রেলের টিকিট বিক্রি হবে ১৯ জুন থেকে, এদিন দেয়া হবে ২৮ জুনের টিকিট। এরই ধারাবাহিকতায় ২৩ জুন পাওয়া যাবে ২রা জুলাইয়ের টিকিট। প্রতিদিন সকাল ন’টা থেকে বিক্রি হবে ঈদের বিশেষ টিকিট।

রেল ভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঈদ উপলক্ষে সাধারণ ট্রেনের পাশাপাশি চলবে বিশেষ ট্রেন। সেইসাথে ২১ জুন থেকে রেলের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
এদিকে, ঈদ উপলক্ষে ১২ জুন থেকে বিভিন্ন রুটে বাসের টিকিটও বিক্রি শুরু হবে। সেজন্য প্রস্তুতি চলছে কাউন্টারগুলোতে।
যাত্রীদের ভোগান্তি কমাতে সব ধরণের চেষ্টা চলছে বলে জানিয়েছে রেল ও বাস কর্তৃপক্ষ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি