রাজধানীতে স্বস্তির বার্তা নিয়ে এলো মুষলধারে বৃষ্টি
প্রকাশিত : ১৬:৫০, ১৬ এপ্রিল ২০২৫

কয়েক দিনের তীব্র গরমের পর রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে শুরু হওয়া এ বৃষ্টিতে নগরবাসীর মাঝে ফিরে এসেছে স্বস্তি ও প্রশান্তি। বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ো হাওয়া, যা একঘেয়ে গরমের দিনে এনে দিয়েছে নতুন আবহ।
কয়েকদিনের প্রখর রোদের পর এ বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করছেন রাজধানীর মানুষ।
এদিকে রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।
এমবি//
আরও পড়ুন