ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

রাজধানীর এফআর টাওয়ারে আগুন: ‌‌‘মা আমি ভালো আছি’

প্রকাশিত : ২১:৩৭, ২৮ মার্চ ২০১৯ | আপডেট: ২১:৪২, ২৮ মার্চ ২০১৯

"মা, আমি ভালো আছি। ঠিক মতো নামছি। চিন্তা কইরেননা। স্যারেরা আটকে গেছে কয়েকজন। আমি নামছি। ভালো আছি। আমার সমস্যা হয়নি"। ভবনটির লিফটের আট অর্থাৎ নবম তলায় ছিলেন এই ব্যক্তি। জীবন নিয়ে বেরিয়ে এসে এভাবেই তিনি তার তার মাকে বেঁচে থাকার খবর দিচ্ছিলেন।

কিন্তু কিভাবে এতো আগুন আর ধোঁয়ার মধ্যে বের হলেন তিনি?

"আমি লিফটের আটে ছিলাম। আগুন যখন ছয় তলায় আমাদের উত্তর পাশ থেকে ধোঁয়া উড়ছিল। সঙ্গে সঙ্গে আমাদের অফিসে লোকজনসহ বের হলাম। নীচে আর নামতে পারিনি। কারণ প্রচণ্ড ধোয়া। পরে ২২ তলায় হেটে উঠেছি। পরে গ্রিল ভেঙ্গে লাফ দিয়ে পাশের আহমদ টাওয়ারে ঢুকেছি। আমাদের কয়েকজন শেভ হয়েছে। বাকিরা আটকে আছে"।

তাদেরই ঘটনার বর্ণনা দিয়ে বলেন , "চায়ের দোকান থেকে দেখলাম ১১টা ২৯র দিকে আগুন লাগলো। এরপর ধোঁয়া বের হল। এরপর ৩/৪ পর পড়ে গেলো। মা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো"।

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, "খুব ভয়ানক। যেদিকে আগুন লাগছে সেদিক দিয়েই লাফিয়ে পড়েছে। অন্য কোনও বিকল্প পথ ছিলোনা"।

আরেকজন বলেন, "অনেক মানুষ নামার চেষ্টা করছে। কার মৃত্যু হয়েছে জানি না। কিন্তু অনেকেই এখান থেকে পড়ে গেছে"।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি