ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

রাজধানীর খিলক্ষেতে ইসলামী ব্যাংকের ‘সেবাঘর’ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর  ৪৫তম ‘সেবাঘর’ ঢাকার খিলক্ষেত বাজারে উদ্বোধন করা হয়েছে।

সোমবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সেবা ঘর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোন প্রধান মো. আমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. জুবায়ের আজম হেলালী, স্থানীয় ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোস্তফা মিয়া, সমাজ সেবক শামসুল হক মাতব্বরসহ অন্যান্য পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সেবাঘরে বিভিন্ন ধরনের হিসাব খোলা, হিসাব তথ্য হালনাগাদ, হিসাব স্থিতি, এটিএম হতে টাকা উত্তোলন, আইডিএম-এ নগদ টাকা জমা, চেক/পে-অর্ডার জমা নেওয়া, ইউটিলিটি বিল পরিশোধ, ইন্টারনেট ব্যাংকিং ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য সেবা পাওয়া যাবে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি