ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ২১ এপ্রিল ২০১৭

রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। নতুন চাল বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলে জানালেন ব্যবসায়ীরা। এদিকে সপ্তাহ ঘুরে বাজারে বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। এছাড়া সরবরাহ বেশী থাকলেও উর্ধমুখি মাছের বাজার। আর খাসির মাংশ ৮০০ ও গরু ৫০০ টাকায় বিক্রি হলেও দাম আরও বাড়ার আশংকা ব্যবসায়ীদের। 

পহেলা বৈশাখ থেকেই বাজারে বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। ভারতীয় পেঁয়াজ কেজি ২৫ টাকা, দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আর আলুর দাম রাখা হচ্ছে ১৫ টাকা।

বেড়েছে মিনিকেট, মোটা চাল সহ বেশ কয়েক রকম চালের দাম। ৪৮ টাকার মিনিকেট বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকায়। তবে নতুন চাল উঠলে দাম কমবে বলে আশা করছেন দোকানীরা।

সরবরাহ বেশী থাকলেও উর্ধমুখী মাছের বাজার। তবে নদী ও চাষের মাছ নিয়ে সংশয়ে ক্রেতারা।

এদিকে খাসির মাংশ ৮০০ আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। দাম আরও বাড়ার আশংকা দোকানীদের।

এছাড়া গ্রীষ্মের সবজি ধুন্দল ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা আর চালকমড়া বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বাজারের এমন উর্ধগতিতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।

এদিকে স্থিতিশীল রয়েছে তেল, চিনি, ডাল ও আটার দাম।

আরও দেখুন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি