ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরে বাঁশবাড়ি বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর

প্রকাশিত : ১২:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীর মোহাম্মদপুরে বাঁশবাড়ি বস্তিতে বুধবার রাত সোয়া ৩টার দিকে লাগা আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মধ্যরাতে হঠৎ করেই আগুন লাগে রাজধানীর মোহাম্মদপুরে বাঁশবাড়ি বস্তিতে। নিমিষেই দোতলা-তিনতলা বস্তি মিশে যায় মাটিতে। আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি ফ্ল্যাটেও। তবে এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। আগুনো সব হারিয়ে খোলা আকাশের আছে নিয়ে ঠাঁয় হয় নিন্ম আয়ের মানুষগুলোর। প্রতি বছরই আগুন লাগে এই বস্তিটিতে এমন অভিযোগ ভুক্তভোগীদের। ফায়ার সার্ভিস  প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তৎক্ষনিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি