ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাজধানীর লালবাগে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রকাশিত : ০৯:৪৬, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৬, ২২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর লালবাগের পোস্তায়, আগুন লেগে এক দম্পতি ও দুই শিশুসহ একই পরিবারের চার জন অগ্নি দগ্ধ হয়েছে রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। চার জনকেই, ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের দুই জন শতকরা ২৬ ভাগ এক জন ৪৭ ভাগ এবং বাকী এক জন ১৪ ভাগ পুড়ে গেছে। তবে, সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হবার কারণে কেউই শংকা মুক্ত নন। এদিকে, রাতে, ধুমপানের আগুন জ্বালালে, আচমকা আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি