ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

রাজনৈতিক দলে যোগ দেওয়া নিয়ে যা বললেন প্রেসসচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমার কিছু বন্ধু বলেছেন- আমি নাকি কোনো বড় রাজনৈতিক দলে বা সদ্য গঠিত একটি দলে যোগ দিতে যাচ্ছি। সোজা কথায় বলি, আমি কোনো রাজনৈতিক দলের প্রতি আসক্ত নই।

আজ বুধবার (২ জুলাই) সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব বিষয় জানান তিনি।

প্রেস সচিব একজন এমপি বা রাজনৈতিক ‘বিগ শট’ হয়ে যে ধরনের জীবনযাপন করতে হয়, তাতে আমার কোনো আগ্রহ নেই জানিয়ে ওই পোস্টে প্রেস সচিব শফিকুল আলম লিখেন, ‘সিঙ্গাপুর বা ইউরোপের মতো দেশে রাজনৈতিক নেতৃত্বে ভালো আর্থিক সুবিধা থাকে। কিন্তু আমাদের দেশে রাজনীতি করে ভালো থাকা মানেই দুর্নীতির পথে যাওয়া। আমি সে পথে হাঁটতে চাই না। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হলে সাংবাদিকতা ও লেখালেখির জগতে পূর্ণভাবে ফিরে আসতে চাই।’

তিনি জানান, তার কিছু বই লেখার পরিকল্পনা আছে। তিনি সারা জীবন শুধু জুলাই বিপ্লব নিয়েই লিখে যেতে পারেন। তিনি উল্লেখ করেন, ‘‘আমি জীবনে এত স্বতঃস্ফূর্ত, সাহসী ও ব্যাপক রাজনৈতিক সংগ্রাম আর দেখিনি। রবার্ট কেরো যেমন তার জীবন উৎসর্গ করেছেন লিন্ডন জনসনের ওপর লেখালেখিতে, আমিও তেমনি ‘জুলাই বিপ্লব’ নিয়ে কাজ করে যেতে পারি। যদিও কেউ কেউ ‘বিপ্লব’ শব্দটা পছন্দ করেন না। আমার জীবনের শেষের দিকে নতুন রূপান্তরের পর কি আমি নিরাপদ থাকব?’’

গত কয়েক মাসে আওয়ামী লীগের কিছু কর্মীর কাছ থেকে হুমকি পেয়েছি জানিয়ে তিনি লিখেন, ‘তবে এগুলো হয়তো তাদের হতাশার বহিঃপ্রকাশ। যারা দেশের মানুষের কাছে জনপ্রিয়তার শেষ আশ্রয়টুকুও হারিয়েছে।’

আমার পূর্ণ বিশ্বাস আছে সর্বশক্তিমান আল্লাহর ওপর উল্লেখ করে তিনি লিখেন, ‘তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং যার কাছে আমরা ফিরে যাব। আমি আমার অন্তর্বর্তীকালীন জীবনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি