ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই হিজাব বিতর্ক: প্রতিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ২০ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

একটি গোষ্ঠী রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য ভারতের কর্ণাটকের হিজাব হিস্যুকে পুঁজি করে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান ব্লুমস। 

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, প্রতিবেদনে ইন্ডিয়ান ব্লুমস জানিয়েছে, কিছু সংখ্যক শিক্ষার্থীর অসন্তোষকে কাজে লাগিয়ে ওই গোষ্ঠীটি গুজব ছড়িয়ে সংখ্যালঘু শিক্ষার্থীদের আন্দোলনে ধাবিত করার চেষ্টা চালিয়েছে৷ 

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছু নির্দিষ্ট আইনের অধীনে চলে। কাজেই কেউ ইচ্ছে করলেই সেগুলো মুছে দিতে বা নতুন কোন নিয়ম-নীতির প্রবর্তন করতে পারে না। 

কর্ণাটক শিক্ষা আইন- ১৯৮৩ এর ১৩৩ (২) ধারা উল্লেখ করে ইন্ডিয়ান ব্লুমস জানায় ওই আইনের মাধ্যমে কর্ণাটকের গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজ শিক্ষার্থীদের ড্রেস কোড নির্ধারণ করে দিয়েছে। ফলে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ থাকে না।

উল্লেখ্য, গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল-কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করে।

এই আন্দোলনের ভিত্তিতে কয়েকজন ছাত্রী হিজাব ইস্যুতে কর্ণাটকের হাইকোর্টে পিটিশন দাখিল করেন। ওই পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় পোশাক না পরার নির্দেশ দেন।

হাইকোর্টের ওই অন্তর্বর্তী রায়ের পর আগে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না, তারাও ছাত্রীদের আপাতত হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে না আসতে নোটিশ দিয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি