ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রাজবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৬, ৪ অক্টোবর ২০২০

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রব ফকির (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৭ জন। রোববার (৪ অক্টোবর) বিকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের বাকশিয়াডাঙ্গি গ্রামের এ ঘটনায় আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুর রব ফকিরের চাচাতো ভাই মানিক ফকির জানান, নবাবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য প্রতিবেশি সাদ্দাম মেম্বারের সঙ্গে তাদের বসতবাড়ীর ৮ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের মধ্যেও প্রতিপক্ষ জমিটি আরেক জনের কাছে বিক্রির চেষ্টা করে। এ নিয়ে রোববার বিকালে উভয়পক্ষে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। 

পরবর্তীতে তা দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে আব্দুর রব ফকিরসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতদের সন্ধ্যার পর রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে মানিক ফকির, শরিফ ফকির, মোজাফ্ফর মন্ডল ও মিরাজ ফকিরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
একই সময়ে আহত আব্দুর রব ফকিরকে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ৮ জনের মধ্যে আব্দুর রব ফকির নামে একজন মারা গেছে। তবে ওই ঘটনায় রাত ৮টা পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি।   

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি