ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রাজবাড়ীতে পদ্মার পানি বিপদ সীমার উপরে

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৫৬, ৫ জুলাই ২০২০ | আপডেট: ২২:৫৮, ৫ জুলাই ২০২০

রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত কয়েকদিন ধরেই পদ্মা নদীর পানি বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৩ সেঃমিঃ কমেছে। পানি কমলেও বিপদ সীমার ৪৩ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। 

পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের চরাঞ্চলের বাদাম, তিল,শাকসবজিসহ বিভিন্ন ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষক। কষ্টের ফসল ডুবে যাওয়া দেখে অনেকের মাথায় হাত উঠেছে। 

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি