ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

রাজবাড়ীতে প্রকাশ্যে চলছে মাদকের ব্যবসা, আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ

প্রকাশিত : ১২:৪৪, ১৬ জুলাই ২০১৬ | আপডেট: ১২:৪৪, ১৬ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

রাজবাড়ীর দৌলতদিয়ার পতিতা পল্লী ও পোড়াভিটা এলাকায় প্রকাশ্যে চলছে মাদকের রমরমা ব্যবসা। মাদক সহজলভ্য হওয়ায় আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। তবে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। শাহনাজ। ভালবেসে ছিলেন পলাশ নামের এক যুববকে। বিয়ের কথা বলে পলাশ তাকে রেখে যান দৌলতদিয়ার পোড়াভিটার পতিতা পল্লীতে। অভিমানে ক্ষোভে সেই থেকে মাদক নেয়া শুরু তার। এখন ফিরতে চান এই সর্বনাশা নেশা থেকে। হাত বাড়ালেই মাদক; রঙিন নেশার হাতছানি। এই দৃশ্য দৌলতদিয়ার পোড়াভিটা এলাকার। পাশেই পতিতা পল্লী। আর এই অসুস্থ পরিবেশেই বেড়ে উঠছে শিশু কিশোররা। জড়িয়ে পড়ছে তারা সেবন ও মাদক ব্যবসায়। একবার এই পথে পা বাড়ালে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়ে বলে স্বীকার করলেন কেউ কেউ। তবে নিয়মিত অভিযানের কারণে মাদকের তৎপরতা অনেক কমে এসেছে বলে দাবি পুলিশের। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে মাদকের তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি