ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লালন হালদার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার সুইচগেট এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক,ওয়ান শুটারগান ও ছয়টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

নিহত লালন হালদার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করছে পুলিশ। তিনি পাবনা জেলার সুযানগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার ফজলুল করিম বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশার সুইচ গেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে লালন আহত হয়। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি