ঢাকা, শুক্রবার   ২৪ অক্টোবর ২০২৫

রাজবাড়ীতে ৭ জেলের কারাদন্ড, ইলিশ ও বিপুল জাল জব্দ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৩, ২৪ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় (২৩ অক্টোবর বিকাল ৩টা থেকে ২৪ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত) ব্যাপক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই সময়ে মোট ৩টি মোবাইল কোর্ট ও ৬টি অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩০ কেজি ইলিশ মাছ এবং ১.৭৫ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩৪ লাখ টাকা।

অভিযানের সময় সদর উপজেলায় ৭ জন জেলেকে আটক করে প্রত্যেককে ৩ দিন করে কারাদন্ড  প্রদান করা হয়।

অপরদিকে, মা ইলিশ রক্ষায় চলমান এই অভিযানের অংশ হিসেবে গত ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাজবাড়ী জেলায় পরিচালিত কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

এ সময়ের মধ্যে-মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে ৫৫টি এবং অভিযান পরিচালনা করা হয়েছে ১৬৫টি। ১,০৭৮ কেজি ইলিশ ও  ২৮.৪৭ লক্ষ মিটার জাল জব্দ  করা হয়েছে যার আনুমানিক মূল্য ৫৫০.৮৬ লক্ষ টাকা। এছাড়াও জেল দেওয়া হয়েছে ১৭১ জনকে, নিয়মিত মামলা হয়েছে ২২ জনের নামে, জরিমানা আদায় ১.২২২ লক্ষ টাকা (এক লাখ ২২ হাজার ২০০ টাকা) ও নিলাম থেকে আয় ৯৭ লক্ষ টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল হক জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে পদ্মা নদীতে ইলিশ ধরার ওপর সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি