রাজবাড়ীতে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
প্রকাশিত : ১৮:৩৭, ১২ জুলাই ২০২৩

রাজবাড়ীর পাংশায় স্বামী পরিত্যক্তা এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় ৭ আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত ।
একই সাথে প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ সাব্বির ফয়েজ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হল, রাজবাড়ী পাংশার হাবাসপুরের রঞ্জু হোসেন, রফিকুল ইসলাম ওরফে রফিক, মাসুদ ওরফে মাসুদ রানা, ওরফে দেলোয়ার হোসেন প্রামানিক, হযরত আলী, জিয়েলগাই এলাকার আশরাফ এবং কুষ্টিয়া সদর থানার আমলাপাড়া চরের জয়গুন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশার হাবাসপুর গ্রামের একটি ধান ক্ষেতে মৃত অবস্থায় আমেনা খাতুন ওরফে ফেলো নামে এক স্বামী পরিত্যক্তা নারীর লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নের পাশাপাশি তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায় কে বা কারা।
পরবর্তীতে এ বিষয়ে তার ভাই বাদী হয়ে পাংশা থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই
মামলার তদন্ত শেষে ধর্ষণের পর হত্যার দায়ে ৭জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীর্ট দাখিল করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (ভারপ্রাপ্ত) পিপি এ্যাড. সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।
এমএম//
আরও পড়ুন