ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

রাজশাহী মহানগরীতে প্রায় ২০০ মিটার রাস্তায় ধস দেখা দিয়েছে

প্রকাশিত : ১০:২২, ১০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:২২, ১০ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজশাহী মহানগরীর পদ্মাপাড়েরর পঞ্চবটি এলাকার প্রায় ২০০ মিটার রাস্তায় ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে রয়েছেন প্রায় ছয়শ’ পরিবার। এদিকে ধসের জন্য এক সপ্তাহ ধরে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড একে অপরকে দায়ী করলে উদ্যোগ নেই মেরামতের। পঞ্চবটিতে ৩০ অক্টোবর রাস্তায় প্রথম ফাটল দেখা দিলেও ছয় দিনের ব্যবধানে দেবে গেছে অনেকখানি অংশ; ধসে পড়েছে তিনটি বাড়ির অংশসহ ফুটপাত। ফাটল দেখা দিয়েছে আরও পাঁচটি বাড়িতে। হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। ফলে আতঙ্কে দিন কাটছে এখানকার বাসিন্দাদের। এ ধরনের আশঙ্কার কথা আগেই জানানো হলেও পানি উন্নয়ন বোর্ড কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। এদিকে সিটি কর্পোরেশনের পানির লাইন ও ড্রেনের কারণে এই ধস বলে দাবী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। অন্যদিকে সিটি কর্পোরেশন বলছে, পদ্মার পাড় রক্ষা প্রকল্পের কারণে এই ধস; তাই সংস্কার কাজও করতে হবে তাদেরকেই। এছাড়া পদ্মার পানি নেমে যাবার পর নগরীর বুলনপুর পুলিশ লাইনের সামনে পাড় রক্ষা প্রকল্পের আরসিসি ব্লকে যে ধস দেখা দিয়েছে শুষ্ক মৌসুমে তা মেরামত করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি