ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

রাজশাহীতে ওয়ার্কার্স পার্টি ছেড়ে কয়েকশ নেতাকর্মী আ.লীগে

রাজশাহী অফিস:

প্রকাশিত : ২২:৩২, ১৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ২২:৩৫, ১৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীতে ভোটের আগে ওয়ার্কার্স পার্টির কয়েকশ নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শুক্রবার বিকেলে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে বড় মসজিদের সামনে একটি অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগ দেন। নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাত থেকে ফুলের নৌকা তুলে নিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।

নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাইমুল হুদা রানা বলেন, ‘‘শুক্রবার বিকেলে মহানগর আওয়ামী লীগ এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির নেতা এ্যাড. আবু রায়হান মাসুদের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগ যোগদান করেছেন। খায়রুজ্জামান লিটনের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় মেয়র লিটন সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন।’’

এ্যাড. আবু রায়হান মাসুদ জেলা ছাত্রমৈত্রী ও পরে জেলা যুবমৈত্রীর সভাপতি ছিলেন। যোগদান অনুষ্ঠানে আবু রায়হান মাসুদ বলেন, ‘‘নীতি, আদর্শ ও গঠনতন্ত্র মেনে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করতে চাই।’’

যোগদান অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা প্রমুখ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি