ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

রাজশাহীতে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:৫৩, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের তারাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুস্তাফিজুর রহমান।

নিহতরা হলেন- রজাশাহী বিমানবন্দর থানার বৈরাগিপাড়া এলাকার জেকের আলীর ছেলে ইমন আলী (২৪) ও একই থানার তকিপুর এলাকার নজরুল ইসলামের ছেলে সুজন ইসলাম (২৬)।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুস্তাফিজুর রহমান জানান, রোববার সকালে নাটোরগামী মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় ওই ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ইমন ও হাসপাতালে নেওয়ার পথে সুজন মারা যান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি