ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

রাজশাহীতে ট্রেনের ছাদে কিশোরের লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ১৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীতে আন্তঃনগর সিল্ক সিটি ট্রেনের ছাদ থেকে এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি। এ সময় ট্রেনের গার্ড ট্রেনের একটি বগির ছাদ থেকে রক্ত পড়তে দেখেন। পরে ছাদের ওপর এক কিশোরের রক্তাক্ত লাশ দেখে রেল পুলিশকে খবর দেওয়া হয়।

রাজশাহী রেলওয়ে থানার ওসি সাঈদ ইকবাল জানান, ট্রেনটি ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে আসে। পরে ট্রেনটি পরিষ্কার করার জন্য ওয়াশপিটে নিয়ে যাওয়া হয়। ট্রেনটি সকাল ৭টায় চার নম্বর প্ল্যাটফর্মে লাগানো হয়। ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কয়েক মিনিট আগে একজন গার্ড দেখেন ট্রেনের ছাদ থেকে তাজা রক্ত ঝরে পড়ছে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি জানান, ট্রেনের ছাদে কিশোরের লাশ কীভাবে এলো, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশের পরিচয় এখনও জানা যায়নি। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি