ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫

রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জুয়েল

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৫, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৫৪, ১ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমীতে রাজশাহীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন রাজশাহী-১ আসনের  মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার কেএম জুয়েল। বুধবার (১ অক্টোবর) বিকেলে  বিএনপির এই নেতা তানোর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন ।

প্রথমে কালিগঞ্জ বাজারের পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এসময় জুয়েল বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। বিগত সরকারের সময়ের তুলনায় এবারের পূজা শান্তিপূর্ণ,সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।” পরে তিনি উপজেলার আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুঠিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রেজাউল করিম। মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি বিভিন্ন মণ্ডপে আগত দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

এসময় ব্যারিস্টার রেজাউল করিম বলেন,‘তারেক রহমান বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষের কথা ভাবছেন এবং তাদের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে ৩১ দফা ঘোষণা করা হয়েছে। দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তোলা হবে।’

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি