ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ১৭ মে ২০১৮ | আপডেট: ১২:০৭, ১৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীর মাদক ব্যবসায়ী আবুল হাসান ওরফে হাসান ঘাটিয়াল র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ `বন্দুকযুদ্ধের` ঘটনা ঘটে। নিহত হাসান রাজশাহীর পবা উপজেলার দামকুড়া এলাকার বাসিন্দা।

র‍্যাবের দাবি, `বন্দুকযুদ্ধের` পর অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্যমতে, হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর পশ্চিম নবগঙ্গা কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায় র‍্যাব।

এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী সেখানে মাদক কেনাবেচার জন্য জড়ো হয়েছিল। তারা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে মাদক ব্যবসায়ী হাসান নিহত হন। এ সময় পালিয়ে যায় অন্যরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি