ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

রাজাপুর ইসলামিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ২৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

দাগনভূঞার রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা`র ২০১৮ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রোববার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিল্পপতি আকরাম হোসেন হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন। মাদ্রসার গভর্নিং বডি`র সভাপতি ও রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম কাশেদুল হক বাবর।

সভাপতিত্ব বক্তব্য রাখেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি ইসমাঈল হোসেন লিটন। পবিত্র কুরআান তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। শুরুতে ফুল দিয়ে বরণ শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান হয়।

বাংলা বিষয়ের প্রভাষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মু. নুরুন নবী। শিক্ষকদের পক্ষে পরীক্ষার্থীদের উদ্দ্যেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন পৌরনীতির প্রভাষক সালমা আক্তার।

শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি