ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রাজ্যসভার সেরা সাংসদ জয়া বচ্চন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ২১ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৫৭, ২২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ভারতের রাজ্যসভার সেরা মহিলা সাংসদ নির্বাচিত হয়েছেন জয়া বচ্চন। বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে জয়াকে সেরা সাংসদের শিরোপা দিয়ে সম্মানিত করা হয়।

এই সম্মান পাওয়ার পর জয়াকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের বিগ বস অমিতাভ বচ্চন। টুইটে স্ত্রীকে তার এই সাফল্যের জন্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, পরিবারের সদস্য হিসেবে জয়ার জন্য তারা গর্বিত।

বলিউড শাহেনশা লিখেছেন, সৎ ভাবে কাজ করলে দিনের শেষে কাজই কথা বলে। যে কাজকে অবহেলা করে না, কাজও তাকে সম্মান দেয়। নিজের দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জয়া তার যোগ্য সম্মান পেয়েছেন।

সূত্র: আনন্দবাজার।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি