ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রাজ্যসভায় বিজেপি শক্তি বাড়ালেও কংগ্রেস এখনও এগিয়ে

প্রকাশিত : ১৯:৫৯, ১২ জুন ২০১৬ | আপডেট: ১৯:৫৯, ১২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় শক্তি বাড়ালো বিজেপি। তবে কংগ্রেস এখনও বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে। ৮ রাজ্যের ৫৭টি আসনে নির্বাচনের পর ৫৪-তে পৌঁছেছে রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা। আর কংগ্রেসের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৭। এরফলে কংগ্রেসের সঙ্গে ব্যবধান কমে আসায় আগামীতে অনেক বিল পাশে সরকারের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে বলে মনে করছেন নরেন্দ্র মোদির মন্ত্রীরা। লোকসভায় মোদির দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আর্থিক সংস্কারের বিল পাশে রাজ্যসভায় বার বারই অন্যের মুখাপেক্ষী হতে হয় তাদের। এদিকে বিধানসভা নির্বাচনের পর রাজ্যসভায়ও ব্যর্থতার জন্য দলীয় কোন্দলকে দায়ী করছে কংগ্রেস। দলের শীর্ষ নেতার নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি