ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাত ৮টার মধ্যে টিএসসি বন্ধের সিদ্ধান্ত বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ২৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:০৬, ২৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) রাত ৮টায় বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছে কর্তৃপক্ষ ।টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক এএমএম মহিউজ্জামান সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ।

নোটিশটি সাধারণ শিক্ষার্থীদের নজরে আসলে  কয়েকটি সামাজিক-সংগঠনসহ এর  বিরোধিতা শুরু করে। পরে নোটিশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন সমালোচনার মুখে ওই আদেশ আপাতত স্থগিত করা হয়েছে।

এএমএম মহিউজ্জামান বলেন, অফিস কার্যক্রমের নোটিশ নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। এ বিষয়ে উপাচার্য সকল সংগঠনের সঙ্গে কথা বলেছেন। আমরা তাদের সঙ্গে মিটিং করেছি। সেখানে তারা তাদের মতামত দিয়েছেন। অফিস কার্যক্রমের সময় আরো বাড়ানো হতে পারে। পূর্বের দেয়া নোটিশটি এখনই কার্যকর করা হচ্ছে না।

এর আগে গত ১৭ অক্টোবর টিএসসির পরিচালক স্বাক্ষরিত টিএসসির সব ধরনের কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই নোটিশে বলা হয়েছিল, টিএসসিতে অবস্থিত সব সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত ১১টা পর্যন্ত কাজ করা যাবে।

এম

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি