ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাবি প্রক্টরের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৫০, ৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ হওয়ায় একের পর এক বিভিন্ন পদ থেকে সরে দাঁড়ানোদের দলে এবার যোগ দিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান।

রোববার সকাল  ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুজিবুল হক আজাদ। কোনো কারণ ছাড়াই তিনি পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রক্টর।

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ পদ হতে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুজিবুল হক আজাদ খান।

উল্লেখ্য, গত ৭ মে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান নিয়োগ পাওয়ার পর তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক, গ্রন্থাগারের দুর্নীতির অভিযোগ ওঠায় গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদী এবং সর্বশেষ গত বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আসাবুল হক পদত্যাগ করেন।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি