ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

রাবিতে অনিয়ন্ত্রিতভাবে বাইক চালানোয় ২ বহিরাগত আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৩, ৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল চালানোয় দুই বহিরাগত শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে তাদের আটক করে নগরীর মতিহার থানা পুলিশ।
আটককৃতরা হলেন নগরীর কাশিয়াডাঙ্গার মোল্লাপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে কুরবান আলী (১৯) ও জামাল উদ্দিনের ছেলে রিয়াজ আলী (২০)। তারা দুজনই রাজশাহীর একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসে কুরবান ও রিয়াজ। বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের নিকট পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে এক ছাত্রীর ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী পড়ে যায় এবং ওই ছাত্রী আঘাত পান। পরে আশেপাশের লোকজন ওই দুজনকে আটক করে ক্যাম্পাসের টহল পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ওই দুই আরোহীকে আটক করে এবং ছাত্রীটিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠান।

জানতে চাইলে মতিহার থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই রেজাউল করিম বলেন, ‘ক্যাম্পাস থেকে দুই বহিরাগতকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি