ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

রাবিতে ককটেল উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১৩ জুলাই ২০২০ | আপডেট: ১৪:৫১, ১৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমেটরি থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার সময় ককটেলটি উদ্ধার করে নিয়ে যায় নগরীর মতিহার থানা পুলিশ।

জানা যায়, এদিন সকালে ওই ডরমেটরির একজন গার্ড হলের ছাদে ককটেলটি দেখে মতিহার থানা পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে পুলিশ এসে সেটা উদ্ধার করে নিয়ে যায়।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ডরমেটরির ছাদ থেকে একটি ককটেল উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে কে বা কারা রেখেছে তা এখনো জানা যায়নি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি