ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রাবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩, ১৩ মার্চ ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা, ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ। 

কমিটির অপর দুই সদস্য হলেন, সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং সহকারী প্রক্টর আরিফুর রহমান। 

রোববার রাতে এ তদন্ত কমিটি করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে। 

এদিকে, রোববার রাতে রেললাইনে আগুন জালিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। এতে রাজশাহী রুটে আটকা পড়ে ৬ ট্রেন। তবে রাত সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

অপরদিকে, নগরের বিনোদপুর এলাকা থেকে হামলা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ভূত পরিস্থিতিতে রোববার ও সোমবারের সব ধরনের পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করা হয়। ছাত্রদের উপর হামলার ঘটনায় ৫০০ জনকে আসামি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম বাদি হয়ে মতিহার থানায় একটি মামলাটি দায়ের করেন।

এএইচ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি