ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রাবির সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন তদন্ত কমিটির

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৩, ১৪ মার্চ ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় কাজ শুরু করেছে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া স্থান পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কমিটির প্রধান রাবির উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, সদস্য সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান, সহকারী প্রক্টর আরিফুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুর রশিদ সরকার ও সিন্ডিকেট সদস্য মো. শফিকুজ্জামান জোয়াদ্দার। 

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও আশপাশে ঘুরে দেখে তদন্ত কাজ শুরু হয়েছে। সব ঘটনাস্থলগুলো পরিদর্শন শেষে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হবে।

এর আগে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রথমে তিন সদস্য থাকলেও পরে আরও দুই সদস্য বাড়ানো হয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। 

গত শনিবার (১১ মার্চ) রাবি সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে রাবির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়। 

সংঘর্ষের ঘটনায় পৃথক অজ্ঞাতনামা আসামি করে তিনটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, মতিহার থানা পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি