ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

রাশিয়া থেকে টি-৯০ ট্যাংকের চালান পেয়েছে ইরাক

প্রকাশিত : ১৩:২৭, ১০ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ইরাকের সশস্ত্র বাহিনী রাশিয়া থেকে টি-৯০ ট্যাংকের আরো একটি চালান পেয়েছে। ইরাকের একজন শীর্ষ পর্যায়ের সেনা কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন। ২০১৭ সালের জুলাই মাসে মস্কো ও বাগদাদের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় রাশিয়া থেকে এসব ট্যাংক পাচ্ছে ইরাক।

ইরাকি সেনাবাহিনীর নবম আর্মার্ড ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ওয়ালিদ খলিফা মঙ্গলবার আরবি ভাষার ন্যাশনাল ইরাকি নিউজ এজেন্সিকে জানান, রুশ ট্যাংকের চতুর্থ চালান এসে পৌঁছেছে এবং ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তা হস্তান্তর করা হয়েছে।

তবে কতটি ট্যাংকে এসে পৌঁছেছে তিনি তা জানান নি। জেনারেল খলিফা জানান, রুশ  বিশেষজ্ঞদের কাছে প্রশিক্ষণ নেওয়ার পর ইরাকি সেনারা এসব ট্যাংক চালাতে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত।

টি-৯০ হচ্ছে তৃতীয় প্রজন্মের যুদ্ধ-ট্যাংক। সাবেক সোভিয়েত ইউনিয়নে নির্মিত টি-৭২ ট্যাংকের উন্নত সংস্করণ হলো এই ট্যাংক।

এটা বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি ট্যাংক এবং গোলাবর্ষণের ক্ষেত্রে এ ট্যাংকের রয়েছে উঁচু মাত্রার ক্ষমতা। টি-৯০ ট্যাংক থেকে আর্মর প্রিসিং শেল ও টাংক-বিধ্বংসী ক্ষেণাস্ত্র দুটিই ছোঁড়া যায়।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি