ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

‘রাশিয়াকেন্দ্রিক পোস্ট যুক্তরাষ্ট্রে রিচ হয়েছে ১২ কোটি ৬০ লাখ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ৩১ অক্টোবর ২০১৭

রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠানের আপলোড করা পোস্ট গত দুই বছরে যুক্তরাষ্ট্রের ১২ কোটি ৬০ লাখ ব্যবহারকারীর কাছে পৌঁছেছে (রিচ) বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। খবর বিবিসির।

ফেসবুকের ভাষ্য, যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে-পরে রাশিয়া-সংশ্লিষ্ট প্রায় ৮০ হাজার পোস্ট হয়েছে। এগুলোর বেশিরভাগেরই কেন্দ্রে ছিল সামাজিক ও রাজনৈতিক বিভাজনের বার্তা।


যুক্তরাষ্ট্রে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তে গঠিত মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানির আগে ফেসবুক এই উপাত্ত প্রকাশ করল। মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রভাব সংশ্লিষ্ট অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছেন ভ্লাদিমির পুতিনের সরকার।


ফেসবুকে ওই ৮০ হাজার পোস্ট করা হয়েছে ২০১৫ সালের জুন থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত সময়ে।ফেসবুক জানিয়েছে, তারা এই পোস্টগুলো করেছে রাশিয়ার একটি কোম্পানির মাধ্যমে, যার সঙ্গে সংযোগ রয়েছে রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের।


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর থেকে রুশ হস্তক্ষেপ নিয়ে গুঞ্জন বাড়তে থাকে।  তবে রাশিয়া  বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। ফেসবুকের সর্বশেষ প্রকাশিত এই তথ্যগুলো হাতে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের।


দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে ১৮টি ভিন্ন চ্যানেলে রাশিয়ার এক হাজারের বেশি ট্রল ভিডিও প্রকাশিত হয়েছে।
সূত্র : বিবিসি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি