ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

রিজার্ভের চুরি যাওয়া ডলার পুনরুদ্ধারে ফিলিপাইনে গেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল

প্রকাশিত : ১৫:৩৫, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:৩৫, ৩ আগস্ট ২০১৬

রিজার্ভের চুরি যাওয়া ৬ কোটি ৩০ লাখ ডলার পুনরুদ্ধারে ফিলিপাইনে গেছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। ম্যানিলায় অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল, ডিপার্টমেন্ট অব জাস্টিস, কেন্দ্রীয় ব্যাংক ও রিজাল কমার্শিয়াল ব্যাংক-আরসিবিসি’র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে প্রতিনিধি দলটির। এ দলে রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা দেবপ্রসাদ দেবনাথ ও আব্দুল রব এবং ব্যাংকের আইনজীবী আজমালুল হোসাইন।  ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত জন গোমেজ এ দলকে সহায়তা করবেন। গেল ৪ ও ৫ই ফেব্র“য়ারি হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে এক কোটি ৮০ লাখ ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অর্থ ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে উদ্ধারের প্রক্রিয়া চলছে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি