ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

রিটকারী ৪৩ শিক্ষককে এমপিও দেওয়ার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৫ জুলাই ২০১৮

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রিটকারী ৪৩ জন শিক্ষককে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে রায় করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এসময় রিটকারীদের পক্ষে আদালতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

রিটকারীরা হলেন— ময়মনসিংহের হালুয়াঘাট আদর্শ মহিলা বিদ্যালয়ের প্রভাষক আলী আশরাফ, ধারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আসাদুজ্জামান, বীমপুর হাইস্কুলের সহকারী শিক্ষক আতিকুর রহমান, ময়দানদীঘি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তানিয়া সুলতানা, করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস সবুর প্রমুখ।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া গণমাধ্যমকে বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদেরকে সরকার বেতন দিয়ে থাকে। কিন্তু নীতিমালা অনুযায়ী এমপিও প্রদানে কোনও প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও তাদেরকে এমপিও দেওয়া হয়নি।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি