ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রিয়াল মাদ্রিদের সাথে ৩-৩ গোলের ড্র করেছে লেগিয়া ওয়ারস

প্রকাশিত : ১০:৫৯, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:৫৯, ৩ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৩-৩ গোলে রুখে দিয়ে পয়েন্ট ভাগাভাগি করলো পোল্যান্ডের দল লেগিয়া ওয়ারস। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় ম্যাচের প্রথম মিনিটেই গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় রিয়াল। ৩৫ মিনিটে করিম বেনজেমা গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় জিদানের শিষ্যরা। পিছিয়ে পরে দ্বিতীয়ার্ধেই আক্রমণের গতি বাড়ায় লেগিয়া। ৪০ মিনিটে মিডফিল্ডার ভাদিস ও ৫৮ মিনিটে মিরোস্লাভ রাদোভিচের গোলে সমতায় ফেরে তারা। ৮৩ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন থিবোর মুলিন। এর দুই মিনিট পরেই রিয়ালের হয়ে শেষ গোলটি করেন মাতেও কোভাসিচ। নির্ধারিত খেলা শেষে ৩-৩ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি