ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ২৭ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

রাশিয়া শুক্রবার ইউক্রেনের তিনটি অঞ্চলে জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী শনিবার এই কথা বলেছেন। একটি বড় জ্বালানি কোম্পানি বলেছে, হামলায় চারটি তাপবিদ্যুৎ কেন্দ্র ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

 
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো একটি ফেসবুক পোস্টে বলেছেন, ‘শত্রুরা আবারও দেশের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করেছে। বিশেষ করে ডিনিপ্রোপেট্রোভস্ক, ইভানো-ফ্রাঙ্কিভস্ক এবং লভিভ অঞ্চলে স্থাপনায় হামলা হয়েছে। সেখানে যন্ত্রপাতি ও সরঞ্জামের ক্ষতি হয়েছে।’
একটি পৃথক বিবৃতিতে, ডিটিইকে পাওয়ার অপারেটর বলেছে, তার চারটি তাপবিদ্যুৎ কেন্দ্র গতরাতের হামলায় ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি