ঢাকা, বৃহস্পতিবার   ০৪ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে অপহৃত ইউপি চেয়ারম্যান পোস্তগোলা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২১, ৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:২৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে অপহৃত গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে রাজধানীর পোস্তগোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী জহির মিয়াকে আটক করা হয়।

বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এর আগে এদিন বেলা ২টার দিকে ভুলতা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে

সংবাদ সম্মেলনে রূপগঞ্জ থানার ওসি অতি তরিকুল ইসলাম জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে চেয়ারম্যানকে উদ্ধার করা হয়েছে।

অপহরণের বর্ণনা দিয়ে নাসির উদ্দিন বলেন, “ব্যাংক থেকে বের হওয়ার পর ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে আমাকে ও গাড়িচালক আশিককে সাদা মাইক্রোবাসে তুলে নেয়। আমাকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে নিয়ে যায় এবং টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। সঠিক সময়ে উদ্ধার করায় রূপগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি