ঢাকা, বুধবার   ১৫ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে পক্ষপাতের অভিযোগ

‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’প্যানেলের ভোট বর্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ১৫ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল। প্যানেলটি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সমর্থনে নির্বাচনে অংশ নিয়েছিল।

বুধবার বিকেল ৫টার দিকে চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন প্যানেলটির নেতারা।

সংবাদ সম্মেলনে প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী কেফায়াত উল্লাহ অভিযোগ করেন, নির্বাচনে নানা অনিয়ম ঘটেছে। আমরা চাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি। কিন্তু বুধবার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি গুরুতর অনিয়ম হচ্ছে। সায়েন্স ফ্যাকাল্টির ৪১৩ নম্বর রুমে শিবির সমর্থিত বুরহান নামে এক প্রার্থীকে একাধিকবার একই কক্ষে ঘুরতে দেখা গেছে। আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে সাক্ষরবিহীন ব্যালট পেপার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারসামগ্রী বিতরণ নিষিদ্ধ থাকলেও আমাকে শিবির সমর্থিত প্যানেলের স্লিপ দেওয়া হয়েছে। এছাড়া অমোচনীয় কালি ব্যবহার না করায় জাল ভোটের সুযোগ তৈরি হয়েছে। এসব অনিয়মের পরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা এই ভোট প্রত্যাখ্যান করছি।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা যাবতীয় বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে প্রার্থী, সমর্থক ও ভোটাররা তাদের বাধা দেয়।

তাদের দাবি, ফলাফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে কেউ বের হতে পারবে না। এ সময় বিক্ষুব্ধরা কাউকে কেন্দ্র থেকে বের হতে না দেওয়ার হুঁশিয়ারি দেন।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি