ঢাকা, সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫

গফরগাঁওয়ে রেললাইন খুলে ফেলায় বগি লাইনচুত, চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৮, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:০০, ২৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহের গফরগাঁওয়ের রেল স্টেশেনের আউটার সিগনালের কাছে দুর্বৃত্তরা ২০ মিটার রেললাইনের লোহার পাত ও স্লিপার কেটে নিয়ে যাওয়ায় অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৫টা থেকে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এরপর থেকে ঢাকা থেকে কোন ট্রেন ছেড়ে আসেনি। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

এদিকে, ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছে জানান ময়নমসিংহ রেলের সুপার আব্দুল্লাহ আল হারুন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুই কিলোমিটার উত্তর দিকে সালটিয়া মাঠখোলা এলাকা পর্যন্ত আসতেই ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, আনুমানিক ১৫ ফুট রেললাইন রাতের আঁধারে রেললাইনের পাত তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বতর্মানে রেললাইন মেরামত করতে চেষ্টা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি